policritix expression-2014

flyert policritix 1
flyert policritix 2

সম্প্রতি খুলনাতে অনুষ্ঠিত হল পলিক্রিটিক্স এক্সপ্রেশন শীর্ষক আন্তঃমাধ্যম শিল্প কর্মশালা। পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টস এবং খুলনার স্থানীয় সংঘটন বট-তলা যৌথ ভাবে আয়োজন করে এই কর্মশালার, এতে অংশগ্রহণ করে খুলনার বিশ্ববিদ্যালয়ের ১০ জন চারু শিল্প শিক্ষার্থী। ৭ দিনের কর্মশালাটি পরিচালনা ও পরিকল্পনা করেন আবু নাসের রবি এবং অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কের ভুমিকায় ছিলেন সায়লা জিন্নাত রুনি এবং পার্থ প্রতীম সাহা।

কর্মশালায় অংশগ্রহণ করেছেন ফারহা তাফরীন, গৌতম চৌধুরী, জগদীশ বিশ্বাস, কবরী বিশ্বাস অপু, পার্থ প্রতীম সাহা, সামীম আশরাফ শ্যালী, সুজন সরকার, সায়লা জিন্নাত রুনি, উপ্পল দাস।

কর্মশালার কিছু ছবিঃ

SAM_3667

কর্মশালায় ব্যস্ত শিল্পী বৃন্দ

IMG_4911

কর্মশালার শেষ দিনের আমন্ত্রিত দর্শকের একাংশ।

SAM_32686

ছবির শিল্প কর্মটি তৈরি করেছেন শিল্পী ফারহা তাফরীন

SAM_3715

ছবির শিল্প কর্মটি তৈরি করেছেন শিল্পী সায়লা জিন্নাত রুনি

SAM_3745

ছবির শিল্প কর্মটি তৈরি করেছেন শিল্পী সামীম আশরাফ শ্যালী


পারফরমেঞ্চ করেছেন শিল্পী সায়লা জিন্নাত রুনি


পারফরমেঞ্চ করেছেন শিল্পী পার্থ প্রতীম সাহা


পারফরমেঞ্চ করেছেন শিল্পী কবরী বিশ্বাস অপু

কিছু লিঙ্কঃ
খুলনায় চলছে পলিক্রিটিক্স এক্সপ্রেশন

an alternative art space